1. bangladak24.news@gmail.com : বাংলা ডাক : সাপ্তাহিক বাংলা ডাক
  2. info@www.bangladak.com : বাংলা ডাক :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি :
সাংবাদিকতা যাঁদের স্বপ্ন, তাঁদের জন্য দুর্দান্ত সুযোগ! "বাংলা ডাক" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আপনার জীবনবৃত্তান্ত,  শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয় পত্র, নাগরিকত্বের সনদ, ২ কপি সদ্য তোলা রঙিণ ছবি এবং তথ্য প্রমাণসহ সংবাদ আজই পাঠিয়ে দিন! যোগাযোগ...ই-মেইল: bangladak.news@gmail.com  

ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ফরিদপুরের সদরপুরের আকটেরচর ইউনিয়নে আকটেরচর ডায়াবেটিস নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে এ নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আকোটেরচর ডায়াবেটিস নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব মিয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, এ রকম মহৎ উদ্যোগে পাশে তিনি সবসময় থাকতে চান এবং এ এলাকার জনসাধারণের স্বাস্থ্য সেবায় আকোটেরচর ডায়াবেটিস নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্য ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব মিয়া বলেন, তার নিজ জন্মভূমিতে এ রকম একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নিজ এলাকার মাটি ও মানুষের সেবা করার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্রি  মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তর এর সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক ডা. ওয়াজেদ জামিল ও ভিশন আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সারাদিনে প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত 𝐛𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐚𝐤.𝐜𝐨𝐦-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews