জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ।
নববর্ষের ঐকতান/ফ্যাসিবাদের অবসান-এই উপজীব্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হলো বাংলা নববর্ষ।
মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
নববর্ষ উদযাপনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, আনন্দ দৌড়, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করেন জেলা প্রশাসন। এতে সরকারি, বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ বৈশাখী আয়োজনকে সাফল্যমন্ডিত করে।
বাঙালির গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আনন্দ শোভাযাত্রায় কৃষি যন্ত্রপাতি, পালকি, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি অংশগ্রহণ করে।
বাংলার ঐতিহ্য ধারণ করে আনন্দ শোভাযাত্রা
নজর কাড়া স্কেটিং দল
আনন্দ শোভাযাত্রার অগ্রভাগে মোটর শোভাযাত্রা, শিশু-কিশোর স্কেটিং দল সবার দৃষ্টি কাড়ে। দৃষ্টিনন্দন এমন আয়োজন মানিকগঞ্জে অনেককাল দেখা যায়নি বলে মন্তব্য করেন অনেকেই।
নববর্ষ উদযাপনে আয়োজিত আনন্দ দৌড়
নববর্ষের বিশেষ আয়োজনে বেউথা মোড় থেকে শুরু হয়ে সরকারি হাই স্কুল মাঠে এসে আনন্দ দৌড় শেষ হয়।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।
বৈশাখী আনন্দ দৌড়ের পুরস্কার প্রদান করছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা
জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপনের অংশ হিসেবে মানিকগঞ্জে ১২ এপ্রিল থেকে লোকজ মেলার আয়োজনা করা হয়েছে। মেলা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।