বাংলা ডাক খেলাধুলা ডেস্ক
দেশের ক্রিকেট টুর্ণামেন্ট-এ অনন্য আয়োজন মানিকগঞ্জের জয়মন্টপ প্রিমিয়ার লিগ (জেপিএল)-এর ৭ম আসরের প্রথম ফাইনালিস্ট ভাকুম সমাজ কল্যাণ পরিষদ। প্রতিদ্বন্দী দল হিসেবে থাকছে সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন। আগামী ১৯ এপ্রিল রোজ শনিবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে এই ফাইনাল খেলা।
জেপিএল সিজন সেভেনের উদ্বোধনী দিনে
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন জয়মন্টপে গত ২৫ জানুয়ারি রোজ শুক্রবার বিকালে জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠে জেপিএল এর সিজন সেভেনের।
২০২৫ সিজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশ নেয় ৫টি দল-ভাকুম সমাজ কল্যাণ পরিষদ, নয়াপাড়া গাজিন্দা একাদশ, দশানি টাইগার্স, সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন, দেউলি সুপার কিংস। অনুষ্ঠিত প্রতিটি ম্যাচে টানটান উত্তেজনা বিরাজ করে।
জেপিএল ৭ম আসরের প্রথম ফাইনালিস্ট ভাকুম সমাজ কল্যাণ পরিষদ স্কোয়াড
চার ম্যাচের তিনটিতে জয়ের মাধ্যমে প্রথম ফাইনালিস্ট দল হিসেবে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যায় ভাকুম সমাজ কল্যাণ পরিষদ। অপরদিকে চার ম্যাচের দুইটিতে জয়ের সাথে রানরেটের মাধ্যমে ফাইনাল নিশ্চিত হয় সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন টিমের।
১৯ এপ্রিলের অনুষ্ঠেয় ফাইনাল খেলায় জয়মন্টপের মাঠে বসতে চলেছে তারার মেলা। ক্রিকেট অঙ্গনের প্রিয়মুখ সর্বজনাব হাবিবুল বাশার সুমন, জাবেদ ওমর বেলিম ও মোহাম্মদ আশরাফুল এ আয়োজনে সংবর্ধিত হবেন বলে আয়োজক কমিটি জানিয়েছেন।