নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। বয়স আশি পেড়িয়ে গেলেও এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করছেন নিয়মিত। বয়স তার কাছে একটি সংখ্যা মাত্র। গুণী এই অভিনেত্রী মাঝেমধ্যেই নতুন নতুন লুক এবং মেকআপে চমকে দেন।
ছোট পর্দায় হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিকে যেমন ব্যাপক জনপ্রিয়তা পান, তেমনি ‘চন্দ গ্রহণ’ সিনেমাতে অভিনয় করেও লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এবার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খ্যাতিমান এই অভিনেত্রীর ঝুলিতে যুক্ত হলো আরও এক সম্মাননা স্মারক ।
পহেলা বৈশাখে এ অভিনেত্রীকে সম্মান জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করলো বৈশাখী টেলিভিশন। অভিনেত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এ সম্মানপ্রাপ্তিতে দিলারা জামান আবেগাপ্লুত হয়ে পড়েন।
দিলারা জামান বলেন, ‘আমাকে কর্তৃপক্ষ যে সম্মান জানালো তাতে আমি কৃতজ্ঞ। অভিনয়ে প্রাপ্তি আমার অনেক। এ ভালোবাসা গুলোই আমার শক্তি। আজও দর্শক ও আপনাদের ভালোবাসায় অভিনয় করে যেতে পারছি।’
উল্লেখ্য, অভিনেত্রী দিলারা জামান এ মুহুর্তে বৈশাখী টেলিভিশনের ইনহাউজ প্রোডাকশন ‘সবুজ গ্রাম পাথরের শহর’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন রুমান রুনি।