পদ-পদবী নিয়ে লালায়িত ছিলাম না কোনোদিন
চাইনি সভা সমাবেশের মধ্যমণি হতে
মিছিল মিটিং কিংবা হুল্লোড় এড়িয়ে চলেছি সযতনে
নিজের একটা বাড়ি-গাড়িও চাইনি
এমনকি একখন্ড ফসলি জমিও
চাইনি ব্যাংকে একটা অংশ ভরে থাক আমার টাকায়
কত্তকিছু চাইনি এই জীবনে-
পাওয়ার হিসেবটা তাই মেলানোর তাগিদও ছিল না
এই পড়ন্ত বেলায় তাই মেলাতেও চাই না।
খড়কুটো আকড়ে ধরে পিঁপড়া বাঁচে
আমিও পিঁপড়াবিদ্যা শিখে গেছি ভালোমতো
দেখো না, হাপিত্যেস নেই মোটেও
বেঁচে তো আছি-ভালোবাসায় মাখামাখি হয়ে
আর কী-ই বা চাওয়ার থাকতে পারে!
এই কিছু না থাকা জীবনে তুমি তো আছো…