দিনখাটা মানুষ আমরা
সূর্যের সাথে আমাদের ভীষণ দোস্তি
সোনালী আলোর পেলবতা গায়ে মেখে আমাদের বেড়ে ওঠা
গোধুলির রক্তিম আভাও আমাদের চোখেমুখে
শান্ত নদীর জলে আমাদের ডুবসাঁতার
পাখিদের কলতান আমরা খুব বুঝি-
কাবুলিওয়ালার মতো গল্প আর শুনাতে চেয়ো না কেউ
আমাদের লাঙলের ফলায় গল্প চাষাবাদ হয়
জাদুকরের মতো হাত সাফাই দেখাতে চেয়ো না আর!
মনে রেখো আমাদের হাতে থাকে আলওয়ালা লড়ি-
জন্মদাতা পিতাকে আমরা ডাকি বাজান, শিক্ষার বর্ণে তা আব্বা
কোনো ফাদার কিংবা গডফাদার আমরা বুঝি না
ওসব ভেল্কিবাজি আমাদের কাছে খুব বেশি অচল
দেশটাকে গড়তে দাও-
নিজে যদি কিছু করতে না পারো, তবে সরে দাঁড়াও
প্রেম ছাড়া খুব বেশি ভালো কাজ কেউ-ই করতে পারে না
আমরা দেশপ্রেমে বাঁচি, মরি; বাঁচতে চাই।